২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর ( অব.) আবদুল মান্নান এমপির সভাপতিত্বে দলের কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির , দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সহ-সভাপতি ড. আবু নোমান, বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
বর্ধিত সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।