1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সমাপনী কর্মসূচিতে তারেক রহমানের বক্তব্যে দুর্নীতি দমন ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর খাদ্যে রাসায়নিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫৬১ টাইফয়েড টিকা অভিযানে দেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুর সুরক্ষা নির্বাচনের আগের রাতে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে আসছে অগ্রগতি এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব মোস্তাফিজের সফল অভিষেকেও দুবাই ক্যাপিটালসের পরাজয়

ফলোঅনে বাংলাদেশ, করায়নি প্রোটিয়ারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

আজকের দিনটা ভালোই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির রাব্বি। কিন্তু ফিফটির আগে ইয়াসির ও ফিফটির পরে মুশফিক ফিরতেই ২১৭ রানে থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস। মুমিনুলরা ফলোঅনে পড়লেও তা করাননি স্বাগতিক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ২৩৬ রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৫৩ রানে অলআউট হয়। উইকেটে স্পিন টার্ন করায় চতুর্থ ইনিংসে ব্যাটিং না করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।

স্বাগতিকদের বড় রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন ৫ উইকেটে ১৩৯ রান তোলে। তামিম ইকবাল সেট হয়ে ৪৭ এবং নাজমুল শান্ত ৩৩ রান করে ফিরতেই ঝুরঝুর করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন কেশব মহারাজ। অধিনায়ক ডিন এলগার খেলেন দ্বিতীয় সেরা ৭০ রানের ইনিংস। তিনে নামা কেগান পিটারসন ৬৪ ও চারে নামা টেম্বা বাভুমা করেন ৬৭ রান। এ ছাড়া রান পেয়েছেন ওপনার সারেল আরউই (২৪), ছয়ে নামা কাইল ভেরাইনে (২২), সাতে নামা ওয়ান মুলদার (৩৩) ও নয়ে নামা সিমন হারমার (২৯)।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার সিমন হারমার ৩টি এবং কেশব মহারাজ ২ উইকেট নিয়েছেন। পেস আক্রমণে ওয়ান মুলদার ৩টি এবং ডুয়াইন অলিভিয়ের নিয়েছেন ২ উইকেট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com