1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সম্পূর্ণ সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি: প্রধান বিচারপতি টিএফআই সেলে গুম ও নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ আসামির অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার তাগিদ যুব ও ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় ও দুর্নীতিবিরোধী পদক্ষেপে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা নির্বাচনী সময়ে অপতথ্য মোকাবিলায় সত্য ও যাচাইকৃত সংবাদ উপস্থাপনের আহ্বান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, বছরে প্রাণহানি ৪০৯ শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য দেশীয় স্বাস্থ্য সেবায় আস্থা বৃদ্ধিতে কাঠমোগত সংষ্কার ও কার্যকর প্রয়োগের বিকল্প নেই; ঢাকা চেম্বার সভাপতি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য পুলিশের নিরাপত্তা প্রটোকল ও হামলা তদন্তে অগ্রগতি ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ঘিরে অভিযোগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব

পয়লা বৈশাখে ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

পয়লা বৈশাখ উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন হয় রমনা বটমূলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। করোনাভাইরাসের কারণে গত দুই বছর এসব আয়োজন বন্ধ ছিল। এ বছর আবারও বৈশাখ আয়োজনে পুরোনো রূপে ফিরবে রাজধানী।

 

নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সেগুলো হলো মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখানপুর-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা- মগবাজার-কাকরাইল-রাজমণী-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর, সোনারগাঁও-ফার্মগেট এবং কাটাবন, হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com