স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসের সাবেক মেশিনম্যান আব্দুস সালাম খানের সহায়তায় তাঁর খালাতো ভাই জসিম উদ্দিন ভুইয়া মুন্নু মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেন। ওই প্রশ্ন ও উত্তর বিক্রি করতে জসিম দেশব্যাপী গড়ে তোলেন সিন্ডিকেট। ওই সিন্ডিকেটে যুক্ত হয় পাঁচটি কোচিং সেন্টার, ১২ জন চিকিৎসক, এনজিও কর্মকর্তা, ব্যাংকার, আবাসন ব্যবসায়ী, ছাত্রনেতাসহ অন্তত ৫০ জন। তাঁদের ১৪ জনের ৯৯ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।
সন্দেহভাজন আরো ১২ জনেরও কোটি টাকার বেশি সম্পদ আছে।
এ রকম অনেক তথ্য-প্রমাণ থাকার পরও দীর্ঘ দুই বছরে কোনো মামলার অভিযোগপত্র দেয়নি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে যাঁদের নাম এসেছে, সেসব ব্যক্তিকে রহস্যজনক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না।
মেডিক্যালের প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানি লন্ডারিং মামলার তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে এসব তথ্য জানা গেছে। চক্রের হোতা জসিম গ্রেপ্তারের পর তাঁর ডায়েরি থেকে সহযোগীদের নাম ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়।বিস্তারিত