আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো ঢেড় বাকি। কিন্তু দেড় বছর আগেই দেশের রাজনীতিতে শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ। বিএনপি ভোটে এলে একভাবে, না এলে আরেকভাবে নির্বাচনী ছক কষতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিও আছে নানা হিসাব-নিকাশ নিয়ে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা তাদের নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টে চলছে টানাপড়েন। পারস্পরিক সম্পর্কে চিড় ধরেছে বিএনপির মিত্র দলগুলোর মধ্যেও। এসব বিষয় নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে তৈরি ভোরের পাতার প্রতিবেদন।
আ. লীগের ভাবনায় ভোট
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪-দলীয় জোটকে আস্থায় রাখতে চায় । এ জন্য দেড় বছরের বেশি সময় বাকি থাকতেই জোটের শরিকদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে তারা। এর পেছনে দুটি কৌশল কাজ করেছে। প্রথমত, শরিকদের কেউ বিরোধী জোটে যাতে ভিড়ে না যায়, সেটা নিশ্চিত করতে চাইছে আওয়ামী লীগ। দ্বিতীয়ত, বিএনপিসহ বিরোধীরা নির্বাচন বর্জন করলে শরিকদের আলাদাভাবে ভোট করানোর কৌশল নেওয়া যাবে। ১৪-দলীয় জোটের প্রধান দল আওয়ামী লীগ এবং অন্য শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।
বিস্তারিত
s