1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

মোবাইল কোম্পানীগুলোর কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৯৪ বার দেখা হয়েছে

দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক বাদে বাকি তিন কোম্পানীর বিরুদ্ধে পাওনা আদায়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, গ্রামীন ফোনের কাছে মোট পাওনা ছিল ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। তারা ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে, তাদের কাছে বর্তমানে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবি আজিয়াটার কাছে পাওনা ছিল ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা, ইতিমধ্যে কোম্পানিটি ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। তাদের কাছে বর্তমানে আরও পাওনা রয়েছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা।

এ ছাড়া প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের কাছে মোট পাওনা রয়েছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা, আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে পাওনা আছে ১৬শ ৩১ কোটি ১৭ লাখ টাকা। এ চারটি কোম্পানির কাছে সব মিলিয়ে সরকার মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা টাকা পাবে।

মন্ত্রী জানান, এ বিষয়ে গ্রামীন ফোন, রবি আজিয়াটা এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যা বর্তমানে বিচারাধীন।

তিনি আরো জানান, টেলিটকের ৩জি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা ইক্যুইটিকে কনভারসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এখনো অর্থমন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি এবং এসওএফ বাবদ বকেয়া ৪৬ কোটি ৪ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com