1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

অবৈধ ভিওআইপি ব্যবহার টেলিটক, রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে জরিমানা বিটিআরসির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারবারে সিম ব্যবহারের কারণে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে পাঁচ কোটি টাকা এবং বেসরকারি অপারেটর রবিকে দুই কোটি টাকা প্রশাসনিক জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা—বিটিআরসি।

দীর্ঘদিন নানা দেনদরবার ও পুনর্নিরীক্ষণ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে এই চার অপারেটরকে চিঠি দেওয়া হয়েছে।

 

জানা গেছে, ২০১৮ থেকে ২০১৯ সালের ১ আগস্ট পর্যন্ত টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভাঙার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী টেলিটককে প্রথমে প্রায় ১৭ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়।

টেলিটক এসব সিম বৈধভাবে চালুর কোনো প্রমাণ (সিডিআর) দাখিল করতে পারেনি। একই সময়ে রবির জব্দ করা সিমের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৯০। এর জন্য রবিকে প্রথমে প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে গ্রামীণফোনের দুই হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের ৭৫৩টি সিম জব্দ এবং অপারেটর দুটিকে প্রথমে যথাক্রমে ৯৯ লাখ এবং ৩৩ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অপারেটরের পক্ষ থেকে জরিমানা মওকুফ অথবা পুনর্নিরীক্ষণের আবেদন জানানো হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি শেষে জরিমানার টাকা অঙ্ক কমিয়ে দেওয়া হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com