1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’: জানা গেলো আঘাতের সম্ভাব্য তারিখ মধ্যরাতে আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন অবরুদ্ধ নগর ভবন, বন্ধ সেবা কার্যক্রম দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেয়া হয়। উদ্বেগ বাড়ছে বিএনপিতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না হওয়া সংস্কারকাজের অগ্রগতি অস্পষ্ট কঠোর বক্তব্য দিচ্ছেন নেতারা দেশে বেড়েছে বেকার মোট বেকার ২৬ লাখ ১০ হাজার, বেড়েছে ১ লাখ ৬০ হাজার : বিবিএস 3 killed as truck, microbus collide on Dinajpur-Thakurgaon highway Nusrat Faria sent to jail in attempt to murder case

জায়েদ অসম্মান করেনি, মিথ্যাচার করছে সানী : মৌসুমী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

গেল শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান। অনুষ্ঠানে পিস্তল বের করে সানীকে গুলি করার হুম‌কি দেন জায়েদ। যদিও আগে অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে তাকে চড় মারেন সানী। এ সময় জায়েদের উদ্দেশে সানী বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না।’ জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব।’

এ নিয়ে দুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে নেটদুনিয়ায়। কিন্তু যাকে নিয়ে এই দুই চিত্রনায়ক দ্বন্দ্বে জড়ান সেই চিত্রনায়িকা মৌসুমী এতদিন ছিলেন নিশ্চুপ। অবশেষে মুখ খুললেন মৌসুমী। কথা বললেন দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে।

এই চিত্রনায়িকার ভাষ্য,‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

মৌসুমী বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। ’

সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না; জানাটা খুব বেশি জরুরি ছিল।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com