1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’: জানা গেলো আঘাতের সম্ভাব্য তারিখ মধ্যরাতে আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন অবরুদ্ধ নগর ভবন, বন্ধ সেবা কার্যক্রম দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেয়া হয়। উদ্বেগ বাড়ছে বিএনপিতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না হওয়া সংস্কারকাজের অগ্রগতি অস্পষ্ট কঠোর বক্তব্য দিচ্ছেন নেতারা দেশে বেড়েছে বেকার মোট বেকার ২৬ লাখ ১০ হাজার, বেড়েছে ১ লাখ ৬০ হাজার : বিবিএস 3 killed as truck, microbus collide on Dinajpur-Thakurgaon highway Nusrat Faria sent to jail in attempt to murder case

টুটুলকে শুভকামনা জানালেন সাবেক স্ত্রী তানিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় ও নির্মাণে নিজেকে মেলে ধরেছেন। ১৯৯৯ সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন তারা।

নতুন খবর হলো, অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ২০২১ সালে ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলের। তবে বিষয়টি এতদিন প্রকাশ পায়নি।

সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেছে, আর এর মাধ্যমে সামনে এলো তার ডিভোর্সের খবরও।

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন এই গায়ক। টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী তানিয়া। তিনি যাতে ভালো থাকেন সেই কামনাও করেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানিয়া আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল। ’

নিজেদের বিচ্ছেদ কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই। ’

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

এদিকে এই তারকা দম্পতির ২৩ বছরের সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com