প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যের বেশিরভাগ এলাকা। শনিবার পর্যন্ত ঝড়ে কবলে পড়ে নিহত হয়েছে অন্তত ৭ জন। এর মধ্যে এক মা ও শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ফ্লোরেন্সের কারণে নর্থ ও সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় প্রাণঘাতী জলোচ্ছ্বাস হতে পারে।
দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জেফ বিয়ার্ড জানান, ঝড়ের ফলে নিচু এলাকায় সর্বনাশা বন্যা দেখা দিতে পারে। ঝড়টিকে খুব বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, ক্যারোলিনা ও ভার্জিনিয়াতে ইঞ্চি নয়, বৃষ্টিপাতের হার ফুট ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, নদীর পানি ১৩ ফুট বৃদ্ধি পেতে পারে। কারণ এরই মধ্যে নদীর পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। বিয়ার্ড বলেন, এই ঝড় খুব বিপজ্জনক। দুর্ভাগ্যবশত নিচু এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিহত হতে পারেন এবং এটাই হয়তো আমরা প্রত্যক্ষ করব।
বন্যাপ্রবণ এলাকার মানুষের উদ্দেশে এই মার্কিন কর্মকর্তা বলেন, আপনাদের সময় ফুরিয়ে যাচ্ছে। সাগরের উচ্চতা বৃদ্ধি শুরু হয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই বন্যা দেখা দিতে পারে।
ওই এলাকা ছেড়ে আপনাদের সরে যাওয়ার সময় ফুরিয়ে আসছে। নদী, স্রোত ও নিচু এলাকার মানুষের অবশ্যই সরে যেতে হবে।