1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সচিবালয়ে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন প্রযুক্তির নতুন দিগন্ত নতুন বছরে আলোচনায় থাকবে যেসব উদ্ভাবন উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য? এক্সক্লুসিভ কাটা-ছেঁড়া ছাড়ছে না ড্যাপকে সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ৪৩ বিলিয়নের চাপে দেশ ♦ আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি ♦ অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে ২.৬ বিলিয়ন, বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘাড়ে Khulna-Dhaka train services via Padma Bridge begin officially

আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র প্রার্থী হব—দেখি, খেলা হয় কি না: হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকবগুড়া

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পুনর্নির্বাচন দিয়ে সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ রোববার দুপুরে হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে আবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে হিরো আলম বলেন, ‘ওবায়দুল কাদের স্যার কথায়–কথায় বলেন, “খেলা হবে। শক্তিশালী দল হলে খেলা হবে।” খেলা হওয়ার মতো নাকি তিনি শক্তিশালী খেলোয়াড় খুঁজে পান না। তাঁকে জোর গলায় বলতে চাই, শক্তিশালী দলের সঙ্গে আপনাকে খেলতে হবে না। যেখানে মিথ্যা কথা বলে আমার ফল পাল্টে দেওয়া হয়েছে, সেই বগুড়া-৪ আসনের ভোটে আসুন, আমার সঙ্গে ভোট করে দেখুন। আপনি দল থেকে দাঁড়াবেন, আমি স্বতন্ত্র থেকে প্রার্থী হব। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে। ভোটারদের ভয় দেখানো হবে না। সুষ্ঠু ভোট দিয়ে দেখুন তো দেখি, খেলা হয় কি না?’

 

 

আরও পড়ুন
হিরো আলম এখন জিরো হয়ে গেছে: ওবায়দুল কাদের
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের। কামরাঙ্গীরচর, ঢাকা ৪ ফেব্রুয়ারি
গতকাল শনিবার ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না। যারা হিরোকে জিরো বানাতে চায়, তারাই জিরো হয়ে গেছে।

একই সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল। এ বক্তব্য প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম পার্লামেন্টে (সংসদ) গেলে নাকি পার্লামেন্ট ছোট হবে। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্টকে ছোট করা হয়, তাহলে যখন মনোনয়ন কিনেছি, তখন তো তাঁরা বলেননি, যোগ্যতা না থাকলে মনোনয়ন কিনতে পারবেন না। যখন আইন করা হয়, তখন তো তাঁরা এসব বলেননি।’

হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে—ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘হিরো আলম কারও কান্দের ওপর ভর দিয়ে চলে না। আজ এত দূর এসেছি, কেউ সহযোগিতা করেনি। নিজের পরিশ্রম, সংগ্রাম করেই আমি হিরো আলম হয়েছি। কারও ওপর ভর করিনি।’

ভোট পুনর্গণনা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হিরো আলম
ভোট পুনর্গণনা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হিরো আলম ছবি: প্রথম আলো
এদিকে গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলামও হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমার সঙ্গে বিএনপি থাকলে ভোটে বিএনপির কেউ আমার সঙ্গে কাজ করত। বিএনপির কাউকে কি আপনারা আমার সঙ্গে দেখেছেন? কেউ কি বলতে পারবে, বিএনপি আমার সঙ্গে ছিল?’

বিএনপির মহাসচিব কেন হিরো আলমের পক্ষে মন্তব্য করলেন, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথা কেন বলছেন? সত্যের কথা সবাই বলে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, ফল পাল্টে হারিয়ে দেওয়া হয়েছে। এ জন্যই সারা বিশ্ব আমাকে নিয়ে কথা বলছে।’

আগামী নির্বাচনে বিএনপি হিরো আলমকে মনোনয়ন দিলে তিনি কী করবেন, এই প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। যদি কখনো দলে যোগ দিই, জানাব।’

আরও পড়ুন
ফেসবুক লাইভে এসে যা বললেন হিরো আলম
বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রামে ভোটারদের সঙ্গে দেখা করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শুক্রবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকায়
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে প্রতিক্রিয়া জানিয়েছেন হিরো আলম।

হিরো আলম বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপর হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি ও ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন হিরো আলম।

আবেদনে হিরো আলম উল্লেখ করেছেন, বগুড়া-৪ আসনের উপনির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ৪৫টি কেন্দ্রের ফলাফল তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছে। এ জন্য এসব কেন্দ্রের ভোট পুনরায় গণনাপূর্বক ফলাফল প্রকাশ করা প্রয়োজন।

আবেদন জমার পর হিরো আলম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রভিত্তিক ফলাফলের প্রিন্টকপিসহ ৪৫ কেন্দ্রের ফল পুনর্গণনা চেয়েছি। আমি বিজয়ী হলে সংসদ ছোট হবে, সরকারের প্রভাবশালী মন্ত্রীর বক্তব্যের পর নিশ্চিত হয়েছি, নির্বাচন কমিশন চাপে পড়ে পরিকল্পিতভাবে ফল পাল্টে দিয়েছে। তবু ন্যায়বিচার পেতে ফল পুনর্গণনার আবেদন করেছি। নির্বাচন কমিশনে ন্যায়বিচার না পেলে হাইকোর্টে যাব। ফল বাতিল চেয়ে রিট করব।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com