1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে মোদির উদ্যোগকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ বার দেখা হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে আমেরিকা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তারা। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের এখনো সময় আছে। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদির যেকোনো প্রচেষ্টা ও কথা বলার স্বাধীনতা দেবে যুক্তরাষ্ট্র।’

জন কিরবি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে, এমন যেকোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।’

এদিকে ইউক্রেন গতকাল বলেছে, যুদ্ধের এক বছরের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরের ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পরপর ইউক্রেনে রুশ বিমান হামলা জোরদার হয়েছে।

গত বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘এ যুগ যুদ্ধের নয়। আমি টেলিফোনে এ সম্পর্কে আপনার (পুতিন) সঙ্গে কথা বলেছি। আজ আমরা শান্তির পথে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে কথা বলার সুযোগ পাব।’

ইউক্রেনজুড়ে ধ্বংসযজ্ঞের জন্য পুতিন দায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিরবি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চলছে, আর দেশটির মানুষ যে ভোগান্তি পোহাচ্ছে—এর জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। তিনি এখনই এ যুদ্ধ বন্ধ করতে পারেন। কিন্তু তিনি উল্টো ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তিকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। এতে ইউক্রেনের মানুষ আরও দুর্ভোগে পড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com