নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে তিনশ আসনে নির্বাচন করব। তবে পরিবর্তন হতে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী সবদল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সুষ্ঠ নির্বাচন চাই।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বেলা পৌনে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসমাবেশ। জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও মহাসমাবেশে বক্তব্য রাখেন জাপার কো চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার এমপি, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, এসএম ফয়সল চিশতী, ফখরুল ইমাম এমপি, আল্লাম আবু সুফিয়ান কাদেরি প্রমুখ।
মহাসমাবেশে উপস্থিত ছিলেন- জাপার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্ম রাজু, আশরাফ সিদ্দিকী, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব সওম আব্দুস সামাদ, অ্যাডভোকেট কাজী ফিারোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাহিদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।