চীনা অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে প্রায় ৩০০ কোটি টাকা খুইয়েছেন ১ হাজারেরও অধিক তরুণ। অ্যাপের মাধ্যমে অনলাইনে বিনিয়োগ ও লোনের ভয়ংকর ফাঁদ তৈরি করে এ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। চক্রের সঙ্গে জড়িত চীনা নাগরিকসহ খোদ দেশের মোবাইল ব্যাংকিংয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। এসব অর্থ লেনদেনের জন্য ভুয়া কাগজপত্র দিয়ে খোলা হয় মার্চেন্ট অ্যাকাউন্ট।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা চক্রের কয়েকজনকে গ্রেফতারের পর জানতে পারে এ ভয়ংকর চক্রের কারসাজি সম্পর্কে। সম্প্রতি দেশের একটি মোবাইল ব্যাংকিংয়ের কর্মকর্তাসহ ৫ জনকে গ্রেফতার করা হলেও চক্রের মূল হোতা চীনা নাগরিক কেভিন চেন (৪০) পলাতক। এই চীনা নাগরিক দেশের কয়েকজন তরুণের সহযোগিতায় ভুয়া মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ৩০০ কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করে মার্কেন্ট অ্যাকাউন্ট খোলারও প্রমাণ পেয়েছে সিআইডি। এখনও অসংখ্য চীনা অ্যাপের মাধ্যমে অনলাইন বিনিয়োগ করে সর্বস্ব খোয়াচ্ছেন। তাদের ধরতে মাঠে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, চীনা অ্যাপ ব্যবহার করে অর্থ লেনদেন করছে- এমন অনেক অ্যাপ তারা দেখতে পাচ্ছে। এখনও সচল রয়েছে ১৫টিরও অধিক অ্যাপ। এর মধ্যে মার্স ক্যাশ লোন, মোহাম্মদ ক্যাশ লোন, এজে ক্যাশ লোন ও প্যাসিফিক ক্যাশ লোনের নাম প্রকাশ করেছে র্যাব। এসব অ্যাপের মাধ্যমে অর্থ আদান-প্রদানের জন্য সরাসরি টাকা লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মার্চেন্ট অ্যাকাউন্টে। ওই পেমেন্ট থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর সেই টাকা তুলে নিচ্ছে চেকের মাধ্যমে।
বিস্তারিত
s