পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের পরিচয় ধারণ করে কারাগারে ঢুকেছিলেন চাঁদপুরের যুবক আবু ইউসুফ ওরফে লিমন। প্রায় ৯ মাস জেল খেটে প্রকৃত পরিচয় প্রকাশ করে তিনি কারামুক্ত হন। ইউসুফের ভাষ্য, তিনি প্রলোভনে পড়ে রবিউল হয়ে জেলে গিয়েছিলেন।
রবিউল কী প্রলোভন দিয়েছিলেন, সে বিষয়ে জানতে গতকাল সোমবার রাতে ইউসুফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, তাঁকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দিয়েছিলেন রবিউল। তিনি প্রলোভনে পড়ে রবিউল হয়ে জেলে ঢুকে যান। কথা ছিল দেড় মাসের মধ্যে তাঁকে জামিনে মুক্ত করবেন রবিউল। কিন্তু তিনি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি বিষয়টি তাঁর পরিবারকে জানান। তাঁর বাবা আইনজীবী ধরে তাঁকে কারাগার থেকে মুক্ত করেন।বিস্তারিত