প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও চালক না থাকায় দুই বছরেও কাজে আসেনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি। সিভিল সার্জন কার্যালয় চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিশেষায়িত এ অ্যাম্বুলেন্স। ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ভারত সরকারের দেওয়া দেড় কোটি টাকা মূল্যের আইসিইউ সুবিধা-সংবলিত অ্যাম্বুলেন্সটি।
শুধু চুয়াডাঙ্গা নয়, দেশের ৬৪ জেলায় দেওয়া ১৬৩ কোটি টাকা মূল্যের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পড়ে আছে অযত্নে। অবহেলায় ধুলার স্তূপে নষ্ট হচ্ছে আইসিইউ সুবিধা-সংবলিত এ অ্যাম্বুলেন্স। দুই বছরেও কাজে লাগানো যায়নি ৪০টি অ্যাম্বুলেন্স। এগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে। বাকি ৬৯টি মাসে দু-একদিন সাধারণ রোগী বহন করছে।
জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চে বাংলাদেশে আসেন। তখন ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতের সরকারপ্রধান। এসব অ্যাম্বুলেন্সে একটি আইসিইউ পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ, ইনকিউবেশন সেট, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, ক্যাথেটার, বিপি স্টেথো, পালস অক্সিমিটার, কার্ডিয়াক মনিটর পালস, স্যাচুরেশন, তাপমাত্রা পরিমাপক যন্ত্র, মনিটর ব্যবস্থা, পথেই রোগীর হৃৎস্পন্দন ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া (ভিটি) এবং ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন (ভিএফ) সুবিধা থাকে।বিস্তারিত