বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন আগামী ২১ জুন। এই নির্বাচনে অংশ নিতে আগে থেকেই নানা প্রস্তুতি নিয়ে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত হয়নি এখনো। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে অনেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করলেও প্রধানমন্ত্রী পরিবারের অন্য কেউ বিসিসি প্রার্থী হতে পারেন- বলে গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা থাকলেও সুষ্ঠু ভোট নিয়ে সংশয় রয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের। বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে। অপরদিকে সুষ্ঠু-সুন্দর পরিবেশ না হলে এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বাসদ।
জুনের যে কোনো সময় বিসিসি নির্বাচন হতে পারে ধরে নিয়ে আগাম প্রস্তুতিসহ প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল নির্বাচন কমিশন আগামী ২১ জুন বিসিসি নির্বাচনের দিন ধার্য করেছে। এদিকে কিছুদিন ধরেই যে কোনো অনুষ্ঠানে আগামী সিটি ও জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর জন্য ভোট চাইছেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। দল মনোনয়ন দেবে এমন আশায় বুক বেঁধে আছেন তিনি।বিস্তারিত