প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কি-না সে সিদ্ধান্ত আগামীকাল সোমবার জানানো হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, ঐক্যফ্রন্ট ও বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির প্রেক্ষিতে আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি সম্পর্কিত কোন চিঠি আমার কাছে এখনও পৌঁছায়নি। আগামীকাল এগুলোদেখে সিদ্ধান্ত জানানো হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নির্বাচন একমাস পেছানোর দাবি জানিয়ে কমিশন সচিবের কাছে চিঠি দিয়েছেন।
এছাড়াও ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।