একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে পারবেন নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মনোনয়ন ফরম বিক্রি কখন শুরু হবে তা নিশ্চিত করে বলেননি তিনি।
এর আগে গত শনিবার রাতে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মনোনয়ন ফরমের মূল্য সম্ভবত ৩০ হাজার টাকা হতে পারে। তবে এ বিষয়ে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে বিএনপি।