1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরাকের বাগদাদে ইউরোপীয় বিমান পুনরায় অবতরণ শুরু তুরস্ক কৃষ্ণসাগর থেকে আসা অচল ড্রোন ভূপাতিত করেছে গাজার ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার মহান বিজয় দিবস স্বাধীনতার স্মৃতি ও কৃতজ্ঞতার প্রতিফলন : অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নতুন ধারার রাজনীতির ঘোষণা দিল জামায়াতে ইসলামী, চার স্তম্ভে রাষ্ট্র গঠনের কথা আমিরের বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক বিএনপির মহাসচিবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও শপথ বিশ্ব রেকর্ড গড়ল ৫৪ প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে

ফেসবুকে গ্রুপ খুলে জাল টাকা বিক্রি, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চক্রের সদস্যরা ফেসবুকে গ্রুপ খুলে জাল টাকা বিক্রি করতো। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন আল আমিন (২২) ও কাশেম আলী (২২)। পুলিশ জানায়, অভিযানকালে আল আমিনের ভাড়া বাসা থেকে ল্যাপটপ, প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, ভাড়া বাসায় জাল টাকা বানাতেন আল আমিন। এ টাকা কিনতে গাজীপুর থেকে ঢাকা এসেছিলেন কাশেম। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন।

পুলিশ বলছে, ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুকে গ্রুপ খুলে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কাউকে ধরতে না পারে, সে জন্য এই কৌশল নেয় চক্রটি। তারা এই গ্রুপেই জাল টাকা বিক্রির প্রচার চালাতো। গ্রুপে জাল টাকাকে ‘প্রোডাক্ট’, ‘মাল’ বা ‘প্যাকেট’ নামে ডাকা হতো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে খিলগাঁও থানার পুলিশ জানতে পেরেছে, জাল টাকা তৈরি থেকে বাজারজাত কয়েকটি ধাপে করে আসছিল চক্রটি। ১০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করা হতো ১৮০০ টাকায়। ৫০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করা হতো ১১ হাজার টাকায়।

পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। জাল টাকা তৈরি ও বিক্রির এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com