1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সমাপনী কর্মসূচিতে তারেক রহমানের বক্তব্যে দুর্নীতি দমন ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর খাদ্যে রাসায়নিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫৬১ টাইফয়েড টিকা অভিযানে দেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুর সুরক্ষা নির্বাচনের আগের রাতে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে আসছে অগ্রগতি এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব মোস্তাফিজের সফল অভিষেকেও দুবাই ক্যাপিটালসের পরাজয়

কনসার্ট চলাকালীন এআর রহমানকে মঞ্চ থেকে নামিয়ে দিল পুলিশ।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

পুনের এক কনসার্টে গান গাইছিলেন বলিউডের অন্যতম সফল শিল্পী ও সঙ্গীত পরিচালক এআর রহমান। কিন্তু রাত দশটার বেশি বেজে যাওয়ায় একজন পুলিশ অফিসার মঞ্চে উঠে বন্ধ করে দেন ওই কনসার্ট। কেননা রাত দশটার পর দেশটিতে লাউডস্পিকারে গান বাজনা করায় সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সোজা মঞ্চে উঠে যান। সেখানে এআর রহমানসহ অন্যান্যদের তার ঘড়ির দিকে দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর জানাচ্ছে ঘটনাটি গত রোববারের (৩০ এপ্রিল)। পুলিশ কর্মকর্তা সন্তোষ পাটিলের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রাত দশটার পরও গানবাজনা চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণেই তাদের অনুষ্ঠান বন্ধ করতে অনুরোধ করেছিলেন তিনি। এআর রহমানসহ অন্যান্যরা তার অনুরোধে অনুষ্ঠান বন্ধ করে দেন।

ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়, যখন পুলিশ কর্মকর্তা মঞ্চে ওঠেন, তখন অনুষ্ঠান শেষের দিকেই ছিল। তবে শেষপর্যন্ত গান অসমাপ্ত রেখেই মঞ্চ থেকে নেমে যেতে হয় এআর রহমানকে।

এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের বিরুদ্ধে। নিয়মের অজুহাতে একজন অস্কারজয়ী শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়াকে মানতে পারছেন না অনেকেই। তাদের যুক্তি— চারিদিকে বহু অনৈতিক ঘটনা ঘটছে। সেগুলোতে পুলিশের ভ্রুক্ষেপ না থাকলেও এ বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা উদ্দেশ্যপ্রণোদিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com