রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার বিষয়টি সম্ভবত এখন আর কারও অজানা নয়। গত বুধবার (৩ মে) পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে মস্কোর এ দাবি অস্বীকার করেছে কিয়েভ।
হামলার বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে দাবি করে, চালকবিহীন দুটি উড়োজাহাজ ক্রেমলিনের দিকে আসছিল। তবে মস্কোর রাডারে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও ড্রোন নিষ্ক্রিয় বিশেষ বাহিনী ড্রোন দুটি নিষ্ক্রিয় করে ফেলে। পুতিনকে হত্যার উদ্দেশ্য এই ধরনের হামলা পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।
এদিকে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সামরিক বাহিনীর সংবাদমাধ্যম জিজদায় ওই ড্রোন হামলার একটি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ক্রেমলিনের মূল ফটকের সামনে থেকে ধোয়া বের হচ্ছে।
এরপর থেকে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। হামলাটি ঘটিয়েছে কে? ইউক্রেন নাকি রাশিয়ারই সহযোগী কোনো পক্ষ? নাকি রাশিয়া নিজেই হামলা চালিয়ে দোষ চাপাচ্ছে ইউক্রেনের ওপর? এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।বিস্তারিত