1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরাকের বাগদাদে ইউরোপীয় বিমান পুনরায় অবতরণ শুরু তুরস্ক কৃষ্ণসাগর থেকে আসা অচল ড্রোন ভূপাতিত করেছে গাজার ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার মহান বিজয় দিবস স্বাধীনতার স্মৃতি ও কৃতজ্ঞতার প্রতিফলন : অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নতুন ধারার রাজনীতির ঘোষণা দিল জামায়াতে ইসলামী, চার স্তম্ভে রাষ্ট্র গঠনের কথা আমিরের বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক বিএনপির মহাসচিবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও শপথ বিশ্ব রেকর্ড গড়ল ৫৪ প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে

রাজধানীতে পানির দাবিতে কলস নিয়ে সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত পল্লবীর ১২ নম্বর কালশী ফ্লাইওভারের (কুর্মিটোলা ক্যাম্পসংলগ্ন) সামনে সড়ক অবরোধ করেন কুর্মিটোলা ক্যাম্প, শাহপরান বস্তি, বালুরমাঠ বস্তিসহ পাঁচটি ক্যাম্পের বাসিন্দারা।

সরেজমিন দেখা যায়, কালশীর পাঁচটি ক্যাম্পের কয়েকশ বাসিন্দা পানির দাবিতে  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কালশী ফ্লাইওভারের সামনে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পল্লবী থানা পুলিশের একটি টিম তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন।

বিক্ষোভকারীরা জানান, গত দুই মাস ধরে তাদের পানির সমস্যা। মাঝে মধ্যে পানি এলেও থাকত না। কিন্তু গত ২৫ দিন একটানা পানি নেই। এ জন্য বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দা বৃদ্ধ মিনা খাতুন জানান, ২৫ দিন তাদের ক্যাম্পে এক ফোটাও পানি নেই। পুরো ক্যাম্পে হাহাকার চলছে। গত দুই মাস ধরে তাদের পানির সমস্যা। ওই সময় পানি এলেও ময়লা ও দুর্গন্ধ থাকত। পানি ও গরমের কারণে তিনি দুবার স্ট্রোক করেছেন। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

শাহপরান বস্তির বাসিন্দা মিলন বলেন, আমরা প্রতিমাসে ৩০০ থেকে ৪০০ টাকা পানির বিল দিই। অথচ আমাদের পানি নেই। আমাদের ক্যাম্পের পানির লাইন ওয়াসার লোকজন টাকা খেয়ে সাগুফতাকে (হাউজিং কোম্পানি) দিয়েছে।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, আমাদের তরফ থেকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com