শেষ সময়ে এসে জমে উঠেছে বরিশাল ও সিলেটের ভোট। প্রথম দিকে ফাঁকা মাঠ নিয়ে অনেকটা নির্ভাবনায় ছিলেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। কিন্তু দলীয় কোন্দলে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সম্প্রতি গাজীপুরের ফলাফলও ভাবাচ্ছে আওয়ামী লীগকে।
Media error: Format(s) not supported or source(s) not found