1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরাকের বাগদাদে ইউরোপীয় বিমান পুনরায় অবতরণ শুরু তুরস্ক কৃষ্ণসাগর থেকে আসা অচল ড্রোন ভূপাতিত করেছে গাজার ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার মহান বিজয় দিবস স্বাধীনতার স্মৃতি ও কৃতজ্ঞতার প্রতিফলন : অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নতুন ধারার রাজনীতির ঘোষণা দিল জামায়াতে ইসলামী, চার স্তম্ভে রাষ্ট্র গঠনের কথা আমিরের বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক বিএনপির মহাসচিবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও শপথ বিশ্ব রেকর্ড গড়ল ৫৪ প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে

আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের ডাকে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি বিদেশিদের কাছে যায় না বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলে যে, আমরা নাকি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না। মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চায় যে, দেশে কী হচ্ছে।’

‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো জানতে চাইবেই’—এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে, পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। যেখানে গণতন্ত্র নেই, সেখানে তাঁরা সে কথা বলে দেন, তাঁদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার তাঁদের স্যাংশন না কি সব দেন।’

‘ভিসা নীতি আমরাও করতে পারি’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এর উত্তর কী দেব? প্রশ্নটা ভিসা নীতির নয়। এটা আপনার বিবেকের প্রশ্ন, জাতির বিবেকের প্রশ্ন। জনগণ বলছে—আমি ভোট দিতে পারছি না, আমার ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার আর মানুষ রাখাল বালকের কথায় ভুলছে না। এবার মানুষ দাঁড়িয়ে গেছে।’

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সম্পাদনায় ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com