1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

এক দফা ঘোষণার আগে সমমনাদের সঙ্গে বসছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৫ বার দেখা হয়েছে

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার আগে সমননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ সন্ধ্যা ৭ টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক দিয়ে শুরু হচ্ছে এই কার্যক্রম।

 

আগামীকাল বিকাল ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে। গুলশান কার্যালয়ে এসব বৈঠক হবে বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও এসব বৈঠকে থাকার কথা রয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা ৭টায় বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক রয়েছে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আগামীকাল বিকাল ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক হবে।

সূত্রমতে, আগামী সপ্তাহে পৃথক মঞ্চ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে ‘যৌথ রুপরেখা’ ঘোষণা করা হবে। এজন্য বিএনপি রাজধানীতে সমাবেশ কর্মসূচি দিতে পারে। সেখান থেকে এক দফা দাবিতে কর্মসূচি ও ‘যৌথ রূপরেখা’ ঘোষণা দেবে। এক দফার কর্মসূচি ও ‘যৌথ রূপরেখা’ নিয়ে সমমনাদের পরামর্শে নিতেই এই বৈঠক।

চলতি সপ্তাহেই ধারাবাহিকভাবে গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com