স্পোর্টস ডেস্ক
হুট করে সংবাদ সম্মেলন ডাকলেন। জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। ক্রিকেট থেকে তামিম ইকবালের বিদায়ের প্রায় একদিন হয়ে গেছে। গতকাল সেই সংবাদ সম্মেলনের পরই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। ফুটবল অঙ্গন এমনকি শোবিজ তারকারাও তামিমের বিদায় নিয়ে আবেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে চুপ ছিলেন সাকিব আল হাসান। অবশেষে তামিমের অবসর নিয়ে মুখ খুললেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দীর্ঘদিন ধরে চলছে সাকিব-তামিমের সম্পর্কের টানাপড়েন। গণমাধ্যমগুলোর এমনই খবর। তামিমের অবসরে সাকিবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া না পাওয়ায় দুই তারকার দ্বন্দ্বের বিষয়টি খুঁজছিলেন ভক্ত-সমর্থকরা। অবশেষে আজ লম্বা ফেসবুক পোস্টে বন্ধু এবং সতীর্থ তামিমকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব।
বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়কের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’
‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরো অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’
‘দেশকে জয় উপহার দিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তোমার রান এবং রেকর্ডগুলো উজ্জ্বল হয়ে আছে। একজন খেলোয়াড় হিসেবে তুমি যা অর্জন করেছো সতীর্থ হিসেবে আমরা খুবই গর্বিত।’
‘তোমার সঙ্গে না খেলাটা অদ্ভুত বিষয় হবে… কিন্তু যখনই আমরা লড়াইয়ে নামবো, তোমার আগ্রাসন আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনদের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।’