একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। শনিবারের মধ্যে জোটের শরিকদের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে দলটি।
বাকি ৯৪ জন প্রার্থীর ব্যাপারে মির্জা ফখরুল বলেন, আপিলের শুনানিতে যেসব প্রার্থী প্রার্থিতা ফিরে পাবেন, তাদের থেকে এবং ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার ৩০০ আসন প্রার্থী চূড়ান্ত করা হবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, মির্জা ফখরুল বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতবিরোধ ভুলে প্রার্থীদের পক্ষে এবারের নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে কাজ করার জন্য বলেছেন।