বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে।
বৃষ্টির মাঝে পানিতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। এর মধ্যেই একের পর একটা মিছিল আসছে।
বৃষ্টির পানিতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমাবেশ উপলক্ষে কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।