1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

চীনে রেকর্ড বৃষ্টিতে ৩০ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার দেখা হয়েছে

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে টাইফুন ডকসুরির প্রভাবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।

গত ২৮ জুলাই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুন ডকসুরি আঘাত হানে। প্রবল বৃষ্টিতে হেবেই প্রদেশ, পার্শ্ববর্তী শহর বেইজিং ও তিয়ানজিং পানিতে তলিয়ে যায়।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ অঞ্চলগুলোতে সর্বমোট ৩০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে জনবহুল প্রদেশ হেবেই থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছয় লাখ ২৭ হাজারের মতো মানুষকে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট।

বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে।

টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষ মারা যায় চীনে।

সূত্র : সিসিএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com