ভোলা প্রতিনিধি
ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এতো নিষ্ঠুর এই বিএনপি। ওরা যদি আবার ক্ষমতার সাদ পায় এক লাখ লোক প্রথম দিনেই হত্যা করবে।
তবে সেই আশা ভূল। কারণ নির্বাচনের মাঠে গিয়ে দেখেছি, ২০০১ সালে অত্যাচার, নির্যাতন, হত্যা ও নারী ধর্ষনের কথা মানুষ ভুলেনি। ব্যালটের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর তার জবাব দেবে বাংলার মানুষ।
বুধবার গাজীপুর রোডের বাসভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মানুষ অবাক হয় বাংলাদেশের উন্নয়ন দেখে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।