নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা। আজ বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান সিলেটে পৌঁছান।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডি প্রধান আসম রব দুপুর ১২টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে নেতৃবৃন্দ এখন সোজা হযরত শাহজালাল (রহ.)’র মাজারে যাবেন।
এদিকে আজ বুধবার ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে সমাবেশ করার কথা থাকলেও সমাবেশ না করে কেবল প্রচারণায় অংশ নেবেন।
ঐক্যফ্রন্টের নেতাদের আগমনকে ঘিরে নেতাকর্মীরা ক্ষণে ক্ষণে ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখরিত করছেন হযরত শাহজালাল (র.) মাজার এলাকা।
এদিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চেয়ার- টেবিলও জব্দ করা হয়েছে।