1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতের ঘটনা, যুবক গুরুতর আহত সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা নিহতদের জানাজা সম্পন্ন ইনকিলাব মঞ্চ মুখপাত্র হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মিরপুরে এনসিপির ছয় নেতাকর্মীর ওপর হামলা, একজনের অবস্থা গুরুতর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সম্ভাবনা প্রকাশ করেছেন রুমিন ফারহানা তারেক রহমান দেশে ফিরবেন ২৫ ডিসেম্বর, নিরাপত্তা জোরদার জামায়াতের বক্তব্যে সংযমের অঙ্গীকার ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করলেন আখতারুজ্জামান রঞ্জন উত্তর ওয়াজিরিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, চার পাকিস্তানি সেনা নিহত টিএফআই সেলে গুম-নির্যাতন: ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকানির অভিযোগে মেটাকে চিঠি এনসিএসএর

চীন-পাকিস্তানের হুমকি মোকাবিলায় ভারতের প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার দেখা হয়েছে

পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমান ঘাঁটিতে ‘আপগ্রেড’ (আরও উন্নত) করা মিগ-২৯ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে ভারত।

‘উত্তরের রক্ষাকর্তা’ হিসেবে পরিচিতি ত্রিশূল আকৃতির এই যুদ্ধবিমান পুরনো মিগ-২১ এর স্থলাভিষিক্ত হবে। শ্রীনগরের এই বিমান ঘাঁটি মূলত পাকিস্তান থেকে আসা হুমকি মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। সংবাদসূত্র : এএনআই, এনডিটিভি

নতুন বিমান মোতায়েনের ব্যাপারে ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেছেন, “শ্রীনগর কাশ্মীর উপত্যকার কাছে অবস্থিত। আর এটির উচ্চতা সমভূমি থেকে উঁচু। কৌশলগতভাবে সেখানে এমন বিমান মোতায়েন করা উচিত, যেটির ‘ওয়েট-টু-থ্রাস্ট রেটিও’ উচ্চ এবং হুমকি মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা আছে এবং আধুনিক প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা আছে। আর মিগ-২৯ বিমানের এসব ক্ষমতা আছে। যার মাধ্যমে দুই দিকেই (পাকিস্তান-চীন) আমরা শত্রুদের মোকাবিলা করতে পারব।”

মিগ-২১ এর তুলনায় মিগ-২৯ অনেক দিক দিয়ে এগিয়ে। কাশ্মীর উপত্যকায় এতদিন মোতায়েন থাকা এই বিমান বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করেছে এবং ২০১৯ সালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর ওপর হামলার পর একটি এফ-১৬ বিমান ভূপাতিত করতেও সমর্থ হয়েছিল। এ ছাড়া মিগ-২৯ বিমান দূরপাল্লার ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং ‘এয়ার-টু-গ্রাউন্ড’ অস্ত্র বহনেও সক্ষম। আপগ্রেড করার পরই এটির ক্ষমতা বেড়েছে। এ ছাড়া এটিতে মারণাস্ত্রও যুক্ত করা হয়েছে।

এই কর্মকর্তা জানিয়েছেন, মিগ-২৯ বিমানে এমন ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যেটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমানের সক্ষমতা নষ্ট করে দিতে পারে। অপর পাইলট স্কোয়াড্রন লিডার শিভম রানা বলেছেন, আপগ্রেড করা বিমান নাইট গোগলস নিয়ে রাতেও অভিযান চালাতে সক্ষম। এ ছাড়া আকাশেই জ্বালানি নেওয়ার ক্ষমতা থাকার এটির দূরপাল্লার সক্ষমতাও বেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে শ্রীনগরে মিগ-২৯ বিমান মোতায়েন করা হয়। এগুলো লাদাখ সীমান্তরেখায় টহল দিয়েছে। যদি চীন কোনো কথায় আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে এসব বিমান সবার আগে এগিয়ে যাবে।

বলা হয়েছে, বিমানবাহিনীর অন্যতম অস্ত্রের আধুনিকীকরণের কাজ শেষ হওয়ায় ভারতের আকাশ এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। মিগ-২৯ যুদ্ধবিমানগুলোর প্রথম ঠিকানা ছিল জালন্ধরের আদমপুর বিমান ঘাঁটিতে। এবার তা গেল শ্রীনগরেও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com