বেসরকারি চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে।
ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমানকে।
কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা। এ ছাড়া ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
বেসরকারি চার বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য
এক বছর পর উপাচার্য পেল রুয়েট
যোগদানের তারিখ হতে চার বছরের জন্য তারা নিয়োগ পেয়েছেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে তাদের এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।