1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

আর্টিকেলের সারাংশ তৈরি করবে গুগল ক্রোম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪২ বার দেখা হয়েছে

অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ক্রোম ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার চালু করবে গুগল। কোম্পানিটির সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্সে (এসজিই) নতুন আপডেট যুক্ত হতে যাচ্ছে। এটি অনলাইনে পাওয়া যেকোনো আর্টিকেল বা লেখার সারাংশ তৈরি করে দেবে। খবর গিজমোচায়না।

এক ঘোষণায় প্রযুক্তি জায়ান্টটি জানায়, এখন থেকে এসজিই সার্চ রেজাল্টের সারাংশ তৈরি করবে। অন্য অর্থে পুরো কনটেন্ট পড়ে ব্যবহারকারীদের আর সারাংশ বের করতে হবে না। এর পরিবর্তে গুগল ক্রোম পুরো কনটেন্ট থেকে ছোট প্যারাগ্রাফ তৈরি করে দেবে। এসজিই আগে থেকেই সারাংশ তৈরি করতে পারত কিন্তু বর্তমানে কোনো লিংক ক্লিক করলেই এটি কাজ করবে। অফিশিয়াল নোটের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে।

 

সার্চ ল্যাব প্রোগ্রাম চালু করার মাধ্যমে ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহারের জন্য যুক্ত হতে পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য ফিচারটি প্রথম চালু করবে বলে সূত্রে জানা গেছে। ভবিষ্যতে ডেস্কটপ কম্পিউটারেও এ ফিচার আনবে গুগল। তবে অনলাইনে যেসব কনটেন্ট পড়তে সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না শুধু সেগুলোর সারাংশ তৈরি করবে এসজিই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com