আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে সাত কলেজের শতাধিক শিক্ষার্থী এই মোড় অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। আর অন্যদিকের রাস্তাগুলোতে গাড়ি প্রবেশ করতে না দিয়ে ভিন্ন রাস্তায় ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।
পরবর্তী বর্ষে উঠার জন্য সিজিপিএর শর্ত শিথিল করার পাশাপাশি সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দেয়ার সুযোগসহ পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার দাবি জানান তারা। এ সময় তারা কয়েক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করারও দাবি জানান।
আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নীলক্ষেত মোড় অবরোধ ছাড়বেন না।