1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

অ্যাকাউন্ট যাচাইয়ের ধাপ আরো বাড়াবে জিমেইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার দেখা হয়েছে

ব্যবহারকারীর অ্যাকাউন্ট যাচাইয়ে বিভিন্ন নিরাপত্তা ধাপ যুক্ত করেছে জিমেইল। প্রতিনিয়ত বিভিন্ন আপডেট যুক্ত করার অংশ হিসেবে এবার ফরওয়ার্ডিং অ্যাড্রেস, ফিল্টার সংশোধনসহ আরো কিছু বিষয় যুক্ত করার কথা ভাবছে ই-মেইল পরিষেবা প্লাটফর্মটি। খবর দ্য ভার্জ।

সম্প্রতি দেয়া এক ব্লগপোস্টে গুগল জানায়, বাড়তি স্তর ব্যবহারকারীর ই-মেইলকে বিভিন্ন ত্রুটিপূর্ণ ব্যবস্থা থেকে সুরক্ষিত রাখবে। যা অজান্তেই বিভিন্ন ই-মেইল ফিল্টার করার বা সেগুলো নতুন কোনো ই-মেইল ঠিকানায় ফরওয়ার্ড করার সুযোগ পায়।

 

গুগলের পোস্ট অনুসারে, গুগল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এ বাড়তি স্তরগুলো ব্যবহার করবে। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে ফিল্টার। নতুন ফিল্টার তৈরি, আগে তৈরি কোনো ফিল্টার সংশোধন বা ফিল্টার ইমপোর্ট করার ক্ষেত্রে কাজ করা হবে।

এরপর রয়েছে ফরওয়ার্ডিং। অ্যাপের ‘পিওপি/আইম্যাপ’ সেটিং ও ‘ফরওয়ার্ডিং’ অপশন থেকে নতুন কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস যোগ করা। সবশেষে আইম্যাপে প্রবেশ। অ্যাপের সেটিং থেকে আইম্যাপে প্রবেশাধিকার সক্রিয় করা। ব্যবহারকারী এ সেটিং দেখতে পাবেন কিনা তা নিয়ন্ত্রণ করতে পারেন ওয়ার্কস্পেসের অ্যাডমিনরা।

ভার্জ বলছে, ব্যবহারকারী এসব সেটিংসে পরিবর্তন করতে চাইলে একে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করবে গুগল। আর এ বদল ব্যবহারকারী নিজেই আনতে চান কিনা, তা যাচাইয়ের চেষ্টা করবে। যাচাইকরণ ব্যর্থ হলে বা পুরোপুরি শেষ না করলে তিনি একটি সতর্কবার্তা পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবেন যে সিস্টেমে কিছু একটা গলদ হয়েছে।

নিজস্ব অ্যাকাউন্টে সুরক্ষার এ বাড়তি স্তর ব্যবহারের সুযোগ পাবেন ‘গুগল ওয়ার্কস্পেস’ ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকা গ্রাহকরা। তবে গুগল বলছে, ফিচারটি শুধু তারাই ব্যবহারের সুযোগ পাবেন, যারা পরিচিতি যাচাইয়ে গুগলের মেইল ঠিকানা ব্যবহার করেন। আর কেবল গুগলের পণ্যের বেলায় এ সুবিধা ব্যবহার করা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com