ল্যাপটপ বা কম্পিউটার যেখানেই থাকুক না কেন, সুনির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে যে কোনো স্থান থেকে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়েই ল্যাপটপ বা পিসি কন্ট্রোল করা সম্ভব। সে জন্য প্রথমে প্লে স্টোর থেকে অ্যানিডেস্ক সফটওয়্যার স্মার্টফোনে ইনস্টল করতে হবে।
এবার যে পিসি বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করা হবে, সেখানেও একই সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। স্মার্টফোনের অ্যাপটি ওপেন করলে ৯ সংখ্যার অ্যাড্রেস পাওয়া যাবে।
স্মার্টফোন থেকে ল্যাপটপ কন্ট্রোল করতে চাইলে অ্যাপটি ওপেন করে রিমোট অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। সেখানে ল্যাপটপে থাকা অ্যানিডেস্ক সফটওয়্যারটির ৯ সংখ্যার অ্যাড্রেস দিতে হবে। এবার ল্যাপটপে নোটিফিকেশন আসবে অ্যাকসেস নেওয়ার বিষয়ে।
নোটিফিকেশনটি অ্যাকসেপ্ট করলেই স্মার্টফোনের নিয়ন্ত্রণে চলে আসবে ল্যাপটপ। কাজটির জন্য অবশ্যই ভালো মানের ইন্টারনেট স্পিড নিশ্চিত করতে হবে।