1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

সাত মিনিটে সফটওয়্যার বানাতে পারে চ্যাটজিপিটি, খরচ মাত্র এক ডলার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।

এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।

এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।

মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।

গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।

চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।

গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।

টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।

চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।

সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com