1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

তিন প্রকল্পে হাজার কোটি টাকা গচ্চা ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বার দেখা হয়েছে

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় এখনো উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। অথচ বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কনটেইনার ও মিনি ওয়েস্টবিন প্রকল্প শেষ করেছে। একই সঙ্গে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ প্রকল্পও চলছে। এগুলোর পেছনে সংস্থা দুটি হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে। এগুলোসহ গত সাত বছরে দুই সিটি বর্জ্য ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৩ কোটি ব্যয় করেছে। তবুও শৃঙ্খলা আসেনি বর্জ্য ব্যবস্থাপনায়। এখনো ২০ শতাংশ বর্জ্য সংগ্রহের বাইরেই থেকে যাচ্ছে।

মিনি ওয়েস্টবিন প্রকল্প : যত্রতত্র বর্জ্য যেন পড়ে না থাকে সে জন্য ২০১৬ সালে সড়কের পাশে মিনি ওয়েস্টবিন স্থাপন করে দুই সিটি করপোরেশন। এই প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকায় ১ হাজারটি বিন স্থাপন করেছে। যার খরচ পড়েছে প্রায় ৭০ লাখ টাকা। আর ডিএসসিসি তাদের আওতাধীন এলাকায় ১০ হাজার ২৬০টি বিন স্থাপন করে। যাতে খরচ হয় প্রায় ৯ কোটি টাকা। সব মিলিয়ে সংস্থা দুটি ওয়েস্টবিন প্রকল্পের পেছনে প্রায় ১০ কোটি টাকা খরচ করেছে। এ প্রকল্পটি বছর না যেতেই ভেস্তে যেতে থাকে। চুরি, অসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্ন না করায় দুই বছরের মধ্যে সবকটি বিন নষ্ট হয়ে যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com