প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর উন্নয়নে কাজ করছে। উন্মোচনের পর থেকে এ অপারেটিং সিস্টেম ঘিরে বিভিন্ন সমস্যার কথা এলেও বর্তমানে সেগুলোর সমাধান হচ্ছে। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার জন্য ক্রপ টুল ও ফটোজ অ্যাপে পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট। গিজচায়না।
স্ট্যাবল ভার্সন ব্যবহারকারীরাও শিগ্গির নতুন ফিচার ব্যবহার করতে পারবে। এর মধ্যে স্ক্রিনশট থেকে টেক্সট আলাদা এবং ছবির পেছনে ঘোলা ব্যাকগ্রাউন্ড যুক্ত করার ফিচার রয়েছে। বর্তমানে উইন্ডোজ ইনসাইডারের ক্যানারি ও ডেভেলপার চ্যানেলের জন্য ফিচারগুলো উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের প্রথমে ফিচারগুলো ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএসকে অনুসরণ করে মাইক্রোসফটও স্ক্রিনশট থেকে লেখা আলাদা করার ফিচার নিয়ে এসেছে। তবে এখানে কিছু পার্থক্য রয়েছে। মাইক্রোসফটের ফিচারটি লেখা থেকে ই-মেইল, ফোন নম্বরসহ সংবেদনশীল তথ্য লুকিয়ে রাখবে। এ ছাড়া ব্যবহারকারীরা স্ক্রিনশট শেয়ারের আগে কাস্টম টেক্সটও যুক্ত করা যাবে।
স্নিপিং টুলে ফোন লিংক অ্যাপ ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড ডিভাইস কোনো ছবি ধারণ করলে সে বিষয়ে ব্যবহারকারীকে জানানো হবে। এর মাধ্যমে ক্রপ টুল থেকে যে কোনো কনটেন্ট ইমপোর্ট করা যাবে। উইন্ডোজ ১১-এর ফটোজ অ্যাপেও পরিবর্তন আনা হচ্ছে। ক্যানারি ও ডেভ চ্যানেলে ব্যবহারকারীরা আপডেট ভার্সন ব্যবহার করতে পারবে। ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সাবজেক্টকে প্রাধান্য দিয়ে থাকে। পাশাপাশি ছবির অন্যান্য দিক এডিটের সুবিধা দিয়ে থাকে। ওয়ানড্রাইভ থেকে নির্দিষ্ট বিষয়ে ছবি খুঁজে বের করা যাবে। তবে অপারেটিং সিস্টেমটির স্ট্যাবল ভার্সনে এসব ফিচার যুক্ত হতে আরও কিছু সময় লাগবে বলে সূত্রে জানা গেছে।