1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নির্বাচনের আগের রাতে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে আসছে অগ্রগতি এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব মোস্তাফিজের সফল অভিষেকেও দুবাই ক্যাপিটালসের পরাজয় মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা: সবজির মৌসুমেও বাড়ল পয়েন্ট-টু-পয়েন্ট হার ইসির পাঁচ কমিশনারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আজ সালমান শাহ হত্যা অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন তারিখ দুর্নীতি দমন ইস্যুতে দলগুলোর স্পষ্ট প্রতিশ্রুতি দাবি পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে কারসাজির অভিযোগ, বাজার স্থিতিশীলতায় সরকারি পদক্ষেপ

ডেঙ্গুতে ২১ মৃত্যু, হাসপাতালে ৩০১৫ রোগী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৬৭ জন মারা গেলেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার ভেতরে ৮৫৭ জন ও ২ হাজার ১৭৮ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৮৩৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৯৯১ জন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৮১০ জন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন ও ঢাকার বাইরে ১ লাখ ৯৭৭ জন।

চলতি বছরের এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৬৮০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৪২৬ জন ও ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন।

বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ২৬৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৮১৯ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ৪৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com