অনলাইন ডেস্ক
এবার মোবাইল ফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এসব তথ্য আয়কর রিটার্ন দেওয়ার সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে দেখাতে হবে।
এখন থেকে আপনাকে প্রতি বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত প্রতিবার কত টাকা রিচার্জ করলেন সেই তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে। এর কারণ হচ্ছে- আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনাকে মোবাইল ফোনের বিলের খরচ দেখাতে হবে। একইভাবে আপনি সারা বছর ইন্টারনেটের পেছনে কত টাকা খরচ করেছেন আয়কর বিবরণীতে দেখাতে হবে।
নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে এসব তথ্য দিতে হবে। আগের আইনে এটা ছিল না। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলের তথ্যও জানাতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।
অবশ্য যাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে এবং বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় রয়েছে কেবল তাদেরকেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার হিসাব-নিকাশ জমা দিতে হবে। যদি এই সীমা অতিক্রম না করে তাহলে করদাতা ইচ্ছা করলে তার জীবনযাত্রার বিবরণীতে এসব তথ্য জমা দিতে পারেন।
আগে ১১ ধরনের তথ্য এনবিআর দিতে হতো। নতুন আয়কর আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে এখন থেকে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো- ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণ খরচ, আবাসন সংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশ সংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য