নারীর সৌন্দর্য আর মেধার সম্মিলন কমই দেখা যায়। ‘বিউটি উইথ ব্রেন’ কথাটি তাই বেশ মনোমুগ্ধকর। শুধু আগুনজ্বলা সৌন্দর্যই নয় সঙ্গে বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব আর মেধার মিশেলে যে কোনো মানুষকেই অনন্য করে তোলে। সিনেমার পর্দায় বিখ্যাত নায়িকাদের রূপ দেখেই যারা মুগ্ধ, তারা নিশ্চয়ই জেনে অবাক হবেন এদের অনেকেই দারুণ মেধাবী ও সৃষ্টিশীল। অক্সফোর্ড, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ইয়েল ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন অনেকে। তাদের করা পেইন্টিং, গবেষণাধর্মী লেখাও বেশ প্রশংসিত। তেমনই কয়েকজন সুন্দরী ও মেধাবীর কথা লিখেছেন – তানভীর আহমেদ
নাটালিয়া পোর্টম্যান
হলিউডের সবচেয়ে সুন্দরী ১০ অভিনেত্রীর তালিকায় নাটালিয়া পোর্টম্যান বরাবরই প্রথমদিকে থাকেন। স্টার ওয়ার, ব্ল্যাক সোয়ানের মতো দুনিয়া কাঁপানো সিনেমার নায়িকা পোর্টম্যান কিন্তু হাইস্কুল শেষ করেছেন পুরো জিপিএ-৪ পেয়ে। এরপর পড়েছেন বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সাইকোলজি বিষয়ে হার্ভার্ড থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করা এ মেধাবী অভিনেত্রী ছয়টি ভিন্ন ভাষায় অবলীলায় কথা বলতে পারেন। ফ্রেঞ্চ, জাপানিজ ও হিব্র“ ভাষার ওপর দক্ষতাই শেষ চমক নয়, মনস্তত্ত্ব নিয়ে তার গবেষণাধর্মী লেখা প্রকাশ হয়েছে প্রথম সারির বিজ্ঞান সাময়িকীগুলোতে। নিউইয়র্ক পোস্ট তাকে নিয়ে লিখেছে-‘পোর্টম্যান, সিনেমার পর্দার চেয়ে বাস্তবে বেশি স্মার্ট’।বিস্তারিত