1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর তানোরে নলকূপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত বিএনপি নেতা-কর্মীদের মাঠে নামার আহ্বান ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বিদেশি শ্রমবাজারে সংকট ও দুর্নীতির প্রভাবে জনশক্তি রপ্তানি কমার ঝুঁকি জামায়াত আমিরের সামাজিক মাধ্যমের অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ সেনাবাহিনীর খাদ্যনিরাপত্তায় আরভিঅ্যান্ডএফ কোরের ভূমিকা জোরদারের আহ্বান সেনাপ্রধানের গাজার রাফাহে ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত, দক্ষিণাঞ্চলে তাবু প্লাবিত মনসুন প্রোটেস্ট আর্কাইভসের আনুষ্ঠানিক যাত্রা রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ অগ্রগতি ম্যানচেস্টার সিটির র‌্যাবের কঠোর নজরদারি: বিচ্ছিন্ন অপরাধ দমনে সার্বক্ষণিক অভিযান আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

দেশের ১৭টি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে।

 

আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হেসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com