সচিবালয়ে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে তদবির করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক জন। তাকে পুলিশে সোপর্দ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম নজরুল ইসলাম। গতকাল সোমবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তদবির করতে এসে তিনি হাতেনাতে ধরা পড়েন।
সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেন, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে দুই বছর ধরে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন বলে অভিযোগ ছিল। তিনি মন্ত্রী-সচিবদের কাছে নিয়মিত তদবির করতেন। অনেক মন্ত্রী-সচিব বুঝতে পারতেন না তিনি ভুয়া। আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। গতকাল সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাত করতে আসেন তিনি। পরে সচিবের একান্ত সচিবের কক্ষে অবস্থানের সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিনি ডিজিএফআইয়ের ভুয়া কার্ড ব্যবহার করতেন।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) হুমায়ুন কবির বলেন, আটক নজরুল ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। তিনি আদৌ ডিজিএফআইয়ে ছিলেন কি না, তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।