গল্পটা ভবিষ্যতের।
নাম না জানা একটি গ্রহে গিয়ে গর্ভবতী এক নারী নভোচারী একটি ছেলে সন্তান প্রসব করে মারা গেলেন। ছেলেটি বেঁচে গেল। তার নাম সুহান। অনেক বছর পর সেই গ্রহে পৃথিবী থেকে আবার কয়েকজন মহাকাশবিজ্ঞানী ও কিরি নামের শক্তিধর একটি রোবট গেল। তত দিনে সুহান যুবক হয়েছে। একপর্যায়ে কিরির সঙ্গে সুহানের যুদ্ধ বাধল। সুহানের হাতে ছিল পাইপগানের মতো বন্দুক। সেই বন্দুকে কোনো প্রযুক্তি নেই। লেজার রশ্মি নেই। সেই অস্ত্র সে কিরির দিকে তাক করল।
কিরি দশম প্রজাতির রোবট। তার দিকে তাক করা অস্ত্রের লেজার রশ্মি দৃষ্টি নিবদ্ধ করা মাত্র কিরির কপোট্রনের হাইপার কিউব সেই তাক করা অস্ত্রের মেগা কম্পিউটারকে অচল করে দিতে পারে। কিরিকে গুলি করা মাত্র সে ছুটে আসা বিস্ফোরকের গতিপথ অস্ত্রধারীর দিকেই ঘুরিয়ে দিতে পারে।
কিরি সুহানকে বলল: তুমি কি জানো আমি অজেয়? আমাকে হত্যা করতে যাওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু?
কিরি অজেয়—এই কথা জেনেও সুহান ট্রিগার টানল। কিরি হতবাক হয়ে দেখল, সুহানের মান্ধাতা আমলের অস্ত্র থেকে ছুটে আসছে শুধু একটি সাদামাটা গোলা। কিরির কপোট্রনের শক্তিশালী বিদ্যুৎক্ষেত্র গোলাটির গতি নিয়ন্ত্রণকারী কম্পিউটারকে বিকল করতে চাইল। কিন্তু সে দেখল, এই বিস্ফোরকটিতে কোনো কম্পিউটারই নেই। কিরি দেখল, সুহানের প্রাগৈতিহাসিক অস্ত্র থেকে ছুটে আসছে একটি অন্ধ বিস্ফোরক, তাকে থামানোর কোনো উপায় তার হাতে নেই।বিস্তারিত