1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্লট দুর্নীতি শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বায়ুদূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা বিদায় ১৪৩১ : আজ চৈত্রসংক্রান্তি পিছু হটলেন ট্রাম্প, স্মার্টফোন-কম্পিউটারে শুল্ক অব্যাহতি ট্রাম্পের শুল্ক বিরতি ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ জুলাই-ডিসেম্বর বিদেশি ঋণ কমে ১০৩ বিলিয়ন ডলার ♦ সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০ হাজার ৪৩৭ কোটি ডলার ♦ তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে ৭৪ কোটি ডলার ♦ অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাবের প্রভাব পড়েছে বিদেশি ঋণে ♦ বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ৪৯ কোটি ৬০ লাখ ডলার

গুগলে খুঁজুন হারানো ফোন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ১২০ বার দেখা হয়েছে

চলার পথে রাস্তা-ঘাটে ফোন চুরি হওয়া বা ফোন হারানোর ঘটনায় নাকাল হতে হয়েছে কম-বেশি সকলকেই। ফোন হারানোর পর পুলিশে অভিযোগ জানিয়েও যে সুরাহা মিলেছে, খুব বেশি জানা যায়না সেটাও। এমনকি চলতি যে সব পদ্ধতি বলা হয় অর্থাৎ ফোনের আইএমইআই নম্বরের সাহায্যে বা বিভিন্ন অ্যান্টি-ভাইরাস কোম্পানির ফোন সুরক্ষা অ্যাপের সাহায্যেও নাগাল পাওয়া যায়নি হারিয়ে যাওয়া ফোনের।

তবে একটি সহজ পদ্ধতি জানা থাকলে সহজেই জানতে পারবেন কোথায় রয়েছে আপনার হারিয়ে যাওয়া ফোন। এই সুবিধা রয়েছে আপনার ফোনে দেওয়া গুগলের একটি অ্যাপ্লিকেশনেই।

যে কোনও অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি। এই অপশনটি ‘অন’ থাকা অবস্থায় সহজেই জানতে পারবেন কোথায় আছে আপনার ফোন। হারানো স্মার্টফোনটিতে যদি আপনার গুগল আইডি দিয়ে লগইন করা থাকে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই একই গুগল আইডি থেকে লগইন করে জানা যাবে ওই ফোনের লোকেশন। তবে অবশ্যই চালু থাকতে হবে ফোনের ‘লোকেশন সার্ভিস’। এছাড়া ফোনটিতে ইন্টারনেট চালু থাকতে হবে।


কী ভাবে খুঁজবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি? এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজারে সেই একই জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে যে আইডি দিয়ে ওই ফোনের প্লেস্টোরে লগইন আছে। এরপর যেকোন ব্রাউজারে গুগলে সার্চ করুন find my device লিখে। দেখবেন সার্চ রেজাল্টের প্রথমেই গুগল ম্যাপে আপনার ফোনের লোকেশন দেখাচ্ছে। এমনকি সেখানে একটি রিং বাটন পাবেন যাতে ক্লিক করলে ফোনটি যেখানেই থাকুক না কেন উচ্চস্বরে বেজে উঠবে।

অথবা android.com/find অ্যাড্রেসে গেলেও ফোনটি কোথায় আছে দেখতে পাবেন। দেখতে পাবেন ফোনটি কোন ওয়াইফাই কিংবা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এখান থেকে ফোনটি লক করে কিংবা হারানো ফোনের সব তথ্যও মুছে দিতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com