1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

শারদীয় উৎসবে শোবিজ তারকারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬৯ বার দেখা হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবে ঢাকের তালে মেতে ওঠেন শোবিজ তারকারাও। ঢালিউড, টালিগঞ্জ ও বলিউডের তারকারা এবার কীভাবে উৎসবটি পালন করলেন সে কথাই তুলে ধরলেন – আলাউদ্দীন মাজিদ

 

কাজলের পূজার সাজ

 

শনিবার সপ্তমীর দিন পূজামন্ডপে আসেন ‘ডিডিএলজে’ তারকা কাজল। একই সময় উপস্থিত ছিলেন রানি মুখার্জিও। তাঁদের উপস্থিতি মন্ডপে উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়ে  দেয়। তবে একটু অস্বস্তিতেও পড়েন কাজল। কারণ হোঁচট খেয়ে পড়ে যান তিনি। হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটিও। সেই মুহূর্তের ভিডিও আবার হয়ে গেছে ভাইরাল। পূজার ছবি-ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন কাজল। সঙ্গে বলেছেন, ‘পূজার প্রথম দিন। এটা সেই উৎসব, যখন পুরো পরিবার উদযাপনে শামিল হয়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো এবং তাঁর কাছ থেকে কিছু চাওয়ার মুহূর্ত।’

 

এশা দেওল ও হেমা মালিনী

বলিউডের ‘ড্রিমগার্ল’খ্যাত হেমা মালিনীও এসেছেন উত্তর মুম্বাইয়ের এই পূজামন্ডপে। তাঁর সঙ্গে ছিলেন কন্যা, অভিনেত্রী এশা দেওল। দুজনই পরেছিলেন শাড়ি। একই প্যান্ডেলে উপস্থিত হয়েছিলেন বলিউডের এ সময়ের সেনসেশন কিয়ারা আদভানিও। তিনি অবশ্য থ্রি-পিসে সেজেছিলেন।

 

মা-বাবাকে ছাড়া মিমের পূজা

জন্মের পর থেকে মা-বাবার সঙ্গেই শারদীয় দুর্গাপূজার দিনগুলো কেটেছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তবে এবারই প্রথম মা-বাবাকে ছাড়া পূজার ছুটি কাটালেন তিনি। স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্বশুরবাড়িতেই পূজা উদযাপন করেন। মা-বাবা কানাডায় আছেন। অন্য সময়ের চেয়ে পূজার সময় বেশি মনে পড়ে তাঁদের কথা। এবারের পূজার ছুটিতে প্রথম দিন ঢাকায় ছিলেন মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com