1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

অনলাইনে ছবি সম্পাদনায় সেরা কিছু সাইট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার দেখা হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সব খাতেই ছড়িয়ে পড়ছে। ছবি ও ভিডিও এডিটিং বা সম্পাদনায়ও প্রবেশ করেছে এ প্রযুক্তি। ফলে এখন অ্যাডোবি ফটোশপে বিশেষ জ্ঞান না থাকলেও সমস্যা হবে না। অনলাইনে এখন বিনামূল্যে এআই ফটো এডিটিং সাইট রয়েছে, যা সহজেই ছবি সম্পাদনায় সহায়তা করবে। তবে কোন সাইটগুলো ভালো সে বিষয়ে জেনে নেয়া ভালো।

ক্যানভা: গ্রাফিকস ডিজাইনারদের জন্য ক্যানভা খুবই পরিচিত একটি টুল। এছাড়া এআইয়ের সহায়তায় বিনামূল্য ছবি সম্পাদনার জন্য এটি ভালো একটি মাধ্যম। প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে যেকোনো ছবির রঙ, উজ্জ্বলতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা যাবে। ফ্রি ভার্সনে ম্যাজিক এডিট টুলও রয়েছে। এটি ব্যবহার করে ছবিতে কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে কমান্ড দেয়া যাবে।

 

লুনাপিক: এটি আরেকটি সহজে ব্যবহারযোগ্য এআই অনলাইন ফটো এডিটিং টুল। ক্রোম ব্রাউজারের জন্য এর নিজস্ব এক্সটেনশনও রয়েছে। লুনাপিক ব্যবহারের ক্ষেত্রে যেকোনো ছবি আপলোডের পর আর্ট ইফেক্ট নির্বাচন করে দিলে এআই স্বয়ংক্রিয়ভাবে তা সম্পাদনা করবে। এছাড়া আলাদাভাবে ছবিতে লাইট ইফেক্ট যুক্ত ও ফিল্টার ব্যবহার বরা যাবে। এতে ভিডিও অ্যানিমেশন ও জিআইএফ সম্পাদনার টুলও আছে। লুনাপিকে ছবি কেটে নেয়া, ঘুরানো ও ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেয়ার মতো ফিচারও রয়েছে।

অটোএনহ্যান্স ডট এআই: দ্বিতীয় ধাপে রয়েছে অটোএনহ্যান্স ডট এআই। প্রতিটি বিষয় আলাদা করে সম্পাদনা কষ্টকর মনে হলে এটি অন্যতম সমাধান। এ ওয়েবসাইটে স্কাই রিপ্লেসমেন্ট বা আকাশের রঙ পরিবর্তন, দৃষ্টিকোণ সংশোধন ও ছবিতে পুনরায় আলো যুক্ত করা যাবে। এছাড়া যেকোনো সফটওয়্যারে অটোএনহ্যান্স ব্যবহারের জন্য আলাদা এপিআইও রয়েছে। এর ব্যবহার খুবই সহজ। যেকোনো ছবি আপলোড করার পর এআই স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে।

পিক্সলার: অনলাইনে পিক্সলার দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে। যেকোনো ফটো এডিটিং সফটওয়্যারে যেসব ফিচার বা টুল থাকে এখানেও সেগুলো ব্যবহার করা যায়। এর মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা, ফিল্টার, ইফেক্ট অ্যানিমেশন যুক্ত করা এবং অনেক ছবিকে একত্রে যুক্ত করা যাবে। এটিরও পেইড ভার্সন রয়েছে। ড্রপবক্স বা গুগল ড্রাইভ থেকেও ছবি সরাসরি চালু করা যাবে।

ইউক্যাম: সাধারণভাবে ছবি সম্পদনার ক্ষেত্রে অন্যতম টুল হলো ইউক্যাম এনহ্যান্স। একটি ছবি আপলোড করা হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাম দিকে নিচে ওয়াটারমার্ক যুক্ত করে দেয়। অ্যাকাউন্ট করার মাধ্যমে ওয়াটারমার্ক সরিয়ে ফেলা সম্ভব। এখানে ছবিতে জুম ইন ও আউট করার সুবিধা মিলবে। তবে এতে অন্যান্য টুলের মতো আলাদাভাবে সম্পাদনায় সহযোগিতা করার মতো কোনো অপশন নেই।

গুগল ফটোজ: সাধারণত ছবি সংরক্ষণে গুগলের ফটোজ ব্যবহার করা হলেও এতে বেশকিছু এআই এডিটিং টুলসও রয়েছে। অন্য সাইট বা টুলগুলোর মতো ফটোজের টুল আধুনিক না হলেও ছোট পরিসরে সম্পাদনার জন্য সহায়ক। এটি স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা আলোর মাত্রা সম্পাদনা করতে পারবে।

আইপিকি: এটি এআই নির্ভর ভালো সুবিধাযুক্ত একটি অনলাইন ফটো এডিটিং টুল। সেলফোনেও এটি ব্যবহার করা যাবে। এতে ১০০-এর বেশি ইফেক্ট, কোলাজ মেকারসহ বিভিন্ন অপশন রয়েছে। এক্সপোজার, ভাইব্রেন্স থেকে শুরু করে ছবির শার্পনেসও নিয়ন্ত্রণের ফিচার রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com